শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তবে কী আবারও ফিরবে প্রাচ্যের ড্যান্ডির সোনালী অতীত!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৯, ২৮ এপ্রিল ২০২১

আপডেট: ১৮:৪৮, ২ সেপ্টেম্বর ২০২১

তবে কী আবারও ফিরবে প্রাচ্যের ড্যান্ডির সোনালী অতীত!

একসময় নারায়ণগঞ্জের প্রধান ব্যাবসাই ছিল পাট ব্যবসা। সেই সুবাদে ব্রটিশ আমল থেকেই প্রাচ্যের ড্যান্ডি হিসেবে সুখ্যাতি অর্জন করে এই অঞ্চলটি। ৯০ পরবর্তী সময় পর্যন্ত এ অঞ্চলের পাটকলগুলো মোটামুটি সচল ছিলো। তবে এখন তা শুধুই সোনালী অতীত।

সম্প্রতি বিজেএমসির বন্ধ পাটকলগুলো দ্রুততম সময়ে ভাড়াভিত্তিক ইজারা পদ্ধতিতে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

এতে প্রাচ্যের ড্যন্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের বন্ধ পড়ে থাকা পাটকলগুলো নতুন করে চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সাথে পাট-শিল্পের সাথে জড়িত এই অঞ্চলের হারানো সুখ্যাতি আবারও ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।

মন্ত্রী বলেন, পৃথিবী জুড়ে পাটের কদর ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাট চাষিরা বর্তমানে কাঁচা পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন। চলতি পাট মৌসুমে কাঁচা পাটের গড়দর ৩ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ফলে পাটচাষিরা এ মৌসুমে অধিক পরিমাণে পাট চাষে আগ্রহী হচ্ছে। এতে করে দেশের অর্থনীতিতে পাটখাতের অবদান আরও সুসংহত হবে বলে আশা করা যায়।

তিনি বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৯৫৩ দশমিক ৫৭ মিলিয়ন ডলার আয় করেছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৯৪ শতাংশ বেশি। আর তা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ দশমিক ৬৪ শতাংশ বেশি।

নারায়ণগঞ্জ পোস্ট