রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা-নেত্রী হামলা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৪, ২৬ জুন ২০২৪

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা-নেত্রী হামলা মামলার আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী যুবলীগ নেতা-নেত্রীর উপর সন্ত্রাসী হামলা মামলার আসামি সুজন ফকিরকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

বুধবার বিকেলে মিজমিজি-জালকুড়ি সড়কের ১০ পাইপ ডাম্পিং অংশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। 

গ্রেপ্তারকৃত সুজন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার কোমর আলীর ছেলে। এই আসামি হামলা মামলার ৭ নং আসামি। 

উপপরিদর্শক কামরুল হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করি। সে আমাদের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করে। আমাদের টিম দৌড়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ, গেলো রবিবার সন্ধ্যা মিজমিজি পশ্চিমপাড়া খাল পাড়স্থ যুবলীগের অস্থায়ী অফিসে আলোচিত কিশোর গ্যাং লিডার রাইসুল ইসলাম সীমান্তের নেতৃত্বে এক দল সন্ত্রাসী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষীকি পালনকালে যুবলীগ নেতা রাসেল ও যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা আক্তারকে মারধর করে শ্লীলতাহানি করে। এরপর ভুক্তভোগী নেত্রী থানায় অভিযোগ দায়ের করলে পরদিন সোমবার ৭ জনকে উল্লেখ করে এবং ১০-১২ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি সুজনকে ৭ নম্বর আসামি করা হয়। 

স্থানীয়দের ভাষ্যমতে, সুজন ফকির এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে ১০ পাইপ ডাম্পিং অংশের সরকারি জমি দখল করে অস্থায়ী দোকান বসিয়ে মাস প্রতি ৬-৮ হাজার করে টাকা উত্তোলন করে।