শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন দাবিতে পোষাক কারখানার শ্রমিকদের ২ ঘন্টা সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৭, ১০ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন দাবিতে পোষাক কারখানার শ্রমিকদের ২ ঘন্টা সড়ক অবরোধ

সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বাৎসরিক হাজিরা বোনাস, নাস্তার বিল ও সার্ভিস বেনিফিট নির্দিষ্ট সময় প্রদানসহ বিভিন্ন দাবিতে পিএম নিট কারখানার শ্রমিকরা শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে। 

রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। খবর পেয়ে পুলিশসহ যৌথবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।   

আন্দোলনরত শ্রমিকরা জানায়, প্রতি মাসের বেতন সাত তারিখের মধ্যে পরিশোধ, বাৎসরিক হাজিরা বোনাস, নাস্তার বিল প্রদান, সার্ভিস বেনিফিট নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের দাবিতে প্রথমে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকরা শিমরাইল-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, শিল্প পুলিশসহ যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যৌথবাহিনীর উদ্যোগে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সাথে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর মালিক পক্ষ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানায়, অর্জিত ছুটি ও নাস্তার বিল প্রদানসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ সৃষ্টি করে। এসময় শ্রমিকরা বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিল। সন্ধ্যা ৬ টার পর শ্রমিকদের কারখানায় ফিরিয়ে নিয়ে পুলিশ ও সেনবাহিনীর উপস্থিতিতে মালিক ও শ্রমিক পক্ষের সাথে  আলোচনার মাধ্যমে শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়।