শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে খামারের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২৮, ২১ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে খামারের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নাসিক ৯ নং ওয়ার্ডের জালকুড়ি আমতলা খিঁলপাড়ার শুক্কুর আলীর বউমারা খামারের পাশ মরদেহটি পরে ছিল।

সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, জালকুড়ি এলাকায় মরদেহ পাওয়া গেছে। টিম পাঠানো হয়েছে সেখানে। 

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, বয়স আনুমানিক ২৫ হবে বলে জানিয়েছেন ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম। 

উপ পরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন করলে আমরা সাথে সাথে আসি। এসে দেখি গলাকাটা অবস্থায় ভিকটিম পড়ে আছে। তার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি।