শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে ওরিয়ন কারখানা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৯, ২৬ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে ওরিয়ন কারখানা বন্ধ

ফাইল ছবি

শ্রমিক আন্দোলনের জেরে নারায়ণগঞ্জে ওরিয়ন ফার্মার কারখানা দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার দিনভর বিক্ষোভের পর রাতে শ্রমিক ও কর্তৃপক্ষের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কারখানার ফটকে ঝুলানো এক নোটিশে বলা হয়, কারখানার উৎপাদন মঙ্গলবার ও বুধবার বন্ধ থাকবে। 

এদিকে শ্রমিকরা জানান, মালিকপক্ষ ২৮ নভেম্বরের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখান দুইদিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। 

এর আগে ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শ্রমিকেরা।

শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছে তাঁরা। গত দুদিন আগে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হলে আগামী ২৭ তারিখ দাবির বিষয়টি সমাধানের আশ্বাস মেলে। কিন্তু এরই মধ্যে আন্দোলনে অংশ নেওয়া ৩০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর জেরেই সোমবার সকালে শ্রমিকেরা বিক্ষোভ করে ছাঁটাই করা ৩০ জনকে পুনর্বহাল ও প্রতিষ্ঠানের এক কর্মকর্তার অপসারণের দাবি জানায়।