মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ৩‘শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৮, ১৪ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ৩‘শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ি গ্রেফতার

ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনশ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত মাদক ব্যাবসয়িদের নাম রিয়াদ হোসেন এবং  মোঃ আব্দুল আজিজ (৩৮)। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরিপাড়া এলাকার মোঃ নুর মোহাম্মদ এবং মোঃ আব্দুল আজিজের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ওয়াসিম আকরাম। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। 

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটায় ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে আসামীদ্বয়কে আটক করা হয়। জিগাজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির কথা স্বীকার করে। পরে আসামী রিয়াদ হোসেন এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে ২৫০ এবং মোঃ আব্দুল আজিজের প্যান্টের পকেট থেতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার ওজন ৩০ (ত্রিশ) গ্রাম এবং মূল্য প্রায় ৯০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে ২০১৮ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর জানান, তিনশ পিছ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে  তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।