শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দিনে জামিনের পর মুক্তির আগে রাতে নারায়ণগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৬ ডিসেম্বর ২০২৪

দিনে জামিনের পর মুক্তির আগে রাতে নারায়ণগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

আব্দুল আউয়াল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি আব্দুল আউয়াল (৬২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি ছিল। অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ও পরে তাকে হাসপাতাল থেকে ঢাকা রেফার্ড করলে আমরা ঢাকা জেলা কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সে মারা যায়।

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার নাম আব্দুর রহমান। তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতা ছিলেন বলে জানান স্থানীয়রা।

নিহতের ছেলে জামান জানান, তার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দেয়া হয়। সে বয়স্ক মানুষ। সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন আব্দুল আউয়াল। তাকে সেপ্টেম্বর ২ তারিখে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল হাইকোর্ট থেকে দুটি মামলায় তার জামিন করান ছেলে।