মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা সন্তানের দাবি হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৪, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৪, ২৫ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা সন্তানের দাবি হত্যা 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার রাতে থানার বৌবাজার এলাকার সাত তলা নামে একটি বাড়ি বাথরুম থেকে ওই বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রহিমা খাতুন বৌবাজার এলাকার আব্দুর রব প্রধানের স্ত্রী।  তবে রহিমা খাতুনের মৃত্যু নিয়ে তার স্বামী আব্দুর রব প্রধান ও তার সন্তানের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।  মৃত্যু নিয়ে রহিমা খাতুনের স্বামী আব্দুর রব  প্রধান জানান,  তার স্ত্রী রহিমা খাতুন গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। 

তবে রহিমা খাতুনের ছেলে আবু কাউছার রাজুর ভাষ্যমতে তার মা কে গলা টিপে হত্যা করা হয়েছে।  

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সোহাগ জানান,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয়রা জানান,  রহিমা খাতুনের  সন্তানদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ভিক্টিমের গলায় এক ধরনণর দাগও দেখতে পাওয়া গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার জহির জানান,  লাশ ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।