মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৮, ২৫ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) পৌনে ৪ টায় নাসিক ৭ নং ওয়ার্ডস্থ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই জেলা এবং থানার হরিসের ছেলে নীল দাস (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ নং ওয়ার্ডের কদমতলী পুকুরপাড় এলাকাস্থ ফয়সাল আহমেদ নামক এক ব্যক্তির মালিকানাধীন ৬ তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মকর্রত ছিল নিহতরা। কাজ করাকালীন সময়ে ৩ তলার ছাঁদ থেকে পড়ে বিদ্যুতেরর তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তারা। পরে তাৎক্ষণিকভাবে অন্যান্য শ্রমিকরা তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা টিম পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই নিহতদের স্থানীয়রা নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।