শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩০, ২৭ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই

অগ্নিকান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িটির পাশাপাশি তিনটি দোকানও পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে।

সোমবার (২৭ জানুয়ারি) নাসিক ৭ ওয়ার্ডস্থ কদমতলী নয়া পাড়া (ভান্ডারিপুল) এলাকায় মনিরের ভাড়াটিয়া বাড়িতে ভোর সাড়ে ৫টায় আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, ভোর সাড়ে ৫ টার সময়ে ভান্ডারিপুল এলাকার বাসিন্দা মনিরের ভাড়াটিয়া বাড়িতে আগুন ধরে ৫টি ঘর পুড়ে যায়। এরপর সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে গিয়ে বাড়ির সামনের অংশের থাকা আরও ৩ টি দোকান লাগে। এতে ভাড়াটিয়াদের ঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল পুড়ে গেছে।

সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিটের প্রায় ঘন্টা খানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা হবে বলে ধারণা করছি।