শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন গার্মেন্টস কর্মী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৬, ২৭ জানুয়ারি ২০২৫

অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন গার্মেন্টস কর্মী

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লিংক রোডে যাত্রীবাহী বাসের ভেতর অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. খাইরুল খান (৪০) নামে সর্বস্ব খুইয়েছেন এক গার্মেন্টস কর্মী।

খাইরুল নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি এলাকার ইসরাফুল খানের ছেলে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।

অচেতন ব্যক্তির ভাই আলম খান জানান, আমার ভাই গার্মেন্টসের চাকরির পাশাপাশি ছোট একটি ব্যবসা করে। আজ বিকেলের দিকে ব্যবসার মালপত্র কেনাকাটার জন্য বাসে করে সিদ্ধিরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে অজ্ঞান পার্টির প্রতারক চক্ররা নেশা জাতীয় কোনো কিছু খাইয়ে তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে কেটে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরী বিভাগের তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। পরে জরুরী বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা তার স্বজনদের কাছে জানতে পেরেছি অজ্ঞান পার্টির কবলে পড়ে তার এই অবস্থা হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে কি পরিমান টাকা পয়সা খোয়া গেছে তার কাছ থেকে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।