শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে তরুণ খুন, থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে তরুণ খুন, থানায় মামলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে হামলার ঘটনায় আহত মো. ফারুক (১৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল হাসপাতালে ছেলেটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

জানা গেছে, গেলো ২৭ ডিসেম্বর রাত ৯ টার সময়ে (নাসিক) ৮ নং ওয়ার্ডস্থ সৈয়দপাড়া গোরস্থানের বালুর মাঠে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে স্থানীয় আনাস, আরাফাত, ইয়াছিনসহ ১৫-১৬ জনের একটি গ্রুপ নিহত ফারুককে এলোপাতাড়ি মারধর করে। বেধড়ক মারধরের একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ঘাতকরা। সেদিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থাকা স্থানীয় জনতা আহত অবস্থায় ফারুককে নারায়ণগঞ্জস্থ খানাপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। চিকিৎসা চলমান অবস্থায় ছেলেটির শারীরিক অবস্থার অবনতি হলে একদিন পর ২৮ ডিসেম্বর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করেন। চিকিৎসার একপর্যায়ে কিছুটা শারীরিক উন্নতি হলে সবশেষ ২৬ জানুয়ারি হাসপাতালে হতে বাসায় ফিরে আসে ফারুক। এরপর আজ তার স্বাস্থ্যের পরিক্ষার জন্যে চিকিৎসকে কাছে যাওয়ার পর সেখানেই মৃত্যু হয়।  

(ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, চিকিৎসাধীন অবস্থায় ছেলেটার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে।