শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার, দুইজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার, দুইজন গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার আলামিন নগর এলাকায় এক গার্মেন্টস কর্মী (৪০) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী সোমবার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানার মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ মামলায় অভিযুক্ত মো. শরীফ (২৭) ও মো. মিজান (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় ধর্ষণের মামলা দায়েরের এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভূক্তভোগী নারী স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। মামলায় অভিযুক্ত আসামীরা একই ভাড়াটিয়া বাড়িতে বসবাস করেন এবং এক নম্বর বিবাদী মো. শরীফ ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে নিয়োজিত আছেন। গত ৯ ফেব্রুয়ারি মধ্যরাত সোয়া ১২টায় সময় মামলায় অভিযুক্ত মো. শরীফ (২৭), মো. ফয়সাল (৪০) ও মো. মিজান (৪০) কৌশলে ওই নারীর বাসায় ঢুকে ভূক্তভোগীর ভাগ্নি ও ভাতিজাকে মিজানের বাসায় আটকিয়ে রাখে। পরে ওই গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক শরীফ ও ফয়সাল পালাক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনাটি কাউকে জানালে ধর্ষণের শিকার ওই নারী, তার ভাতিজা ও ভাগ্নিকে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যায়। এ ঘটনায় ওই নারী অসুস্থ হয়ে পড়েন। পরে কিছুটা সুস্থ হলে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় এসে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ধর্ষণের ঘটনার মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।