শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতা ১০০% দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতা ১০০% দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিকরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতা ১০০% দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন পি.এম নিটেক্স লিমিটেড নাম একটি গার্মেন্টসের কর্মরত শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে। 

জানা গেছে, প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ শ্রমিকেরা একত্রিত হয়ে গার্মেন্টসটির প্রবেশ গেটে তাদের ছুটিকালীন ভাতা ৫০% এর পরিবর্তে ১০০% দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। বর্তমানে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটিকালীন সময়ের ভাতা ৫০% দিয়ে থাকেন। যা বাড়ানোর দাবি নিয়ে অবস্থান নেন শ্রমিকরা।

আন্দোলনে অংশে নেওয়া আকলিমা নামক এক শ্রমিক বলেন, আমরা সারাবছর কর্ম করি মালিকপক্ষের জন্যে। তারা আমাদের ছুটিকালীন ভাতা ১০০% করতে অনীহা করছে। আমরা তা মানবো না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যবো।

আব্দুল্লাহ নামক আরেক শ্রমিক জানান, আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের সাথে অবিচার করা হচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।

এ বিষয়ে পি.এম নিটেক্স লিমিটেড গার্মেন্টেসের এডমিন ম্যানেজার জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা সত্ত্বেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা ওই গার্মেন্টসে টিম পাঠিয়েছি। শ্রমিকরা ভাতার জন্যে আন্দোলন করছে। আমাদের পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। 

উল্লেখ্য, এই গার্মেন্টসে ১৩'শ নারী-পুরুষ শ্রমিক কর্মরত রয়েছে।