মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদকে ঘিরে সক্রিয় হতে পারে মহাসড়কের ডাকাত চক্র

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২১, ১৮ মার্চ ২০২৫

ঈদকে ঘিরে সক্রিয় হতে পারে মহাসড়কের ডাকাত চক্র

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাত ও ছিনতাই চক্র সক্রিয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিগত কয়েক মাস যাবৎ নারায়ণগঞ্জে ছিনতাই ও ডাকাতির মত ঘটনা বেড়ে যাওয়া ঈদকে কেন্দ্র করে আশংকায় আছেন সাধারণ মানুষ।

বিগত কয়েক মাসে নারায়ণগঞ্জের সড়কে চুরি, ছিনতাইয়ের মত অপরাধ বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় নারায়ণগঞ্জে ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিকসহ ঈদযাত্রা করা মানুষ রাস্তায় বের হওয়াকে কেন্দ্র করে শংকায় আছেন। এমন পরিস্থিতিতে অপরাধীদের কাছ থেকে সুরক্ষা পেতে নগরীতে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ শহরে ঈদের কেনাকাটার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এসকল মানুষের যাতায়াতের পথে যেন ছিনতাইকারীর কবলে না পড়তে হয় সেজন্য রাস্তায় এ সময়টাতে পুলিশের টহল বাড়ানোর দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।

এদিকে রমজানজুড়ে নারায়ণগঞ্জে পুলিশ সক্রিয় থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। ঈদযাত্রাকে কেন্দ্র করে জনগণকে স্বস্তি দিতে পুলিশ সর্বোচ্চ সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, ঈদ যাত্রায় স্বস্তি দিতে ও নিরাপত্তা নিশ্চিততে মহাসড়কে পুলিশ তৎপর থাকবে। এসকল এলাকায় নিয়মিত পুলিশের টহল চলবে।