
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
এসময় চিটাগং রোড এলাকার রাসেল ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ফ্রিজিং অবস্থায় সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও হীরাঝিল এলাকার রিতা ঔষধালয়কে ঔষধের মূল্য টেম্পারিং এবং এক্সপায়ার্ড ইনসুলিন সহ অন্যান্য ঔষধ ফ্রিজিং রাখার জন্যে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।