বুধবার, ০২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৩, ২১ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় জিসান (২৭) ও আব্দুল কাদির (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি। বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত জিসান নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কাদির ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জিসান ও তার সহযোগীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লাঠি হাতে মহড়ায় নামে এবং আন্দোলনকারীদের উপর হামলা চালায়। সে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী বলে জানা গেছে।