শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেব পাড়া এলাকার এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ডাকাতির ঘটনায় আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ গোলাম মোর্শেদ।

এর আগে গতকার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- সিদ্ধিরগঞ্জ থানার বাগমাড়া এলাকার লাল মিয়ার ছেলে গোলাম মোর্শেদ বাবু ওরফে লাল বাবু (২৫)।

এর আগে গত ২৬ মার্চ রাতে ৫০/৬০ জনের এলটি ডাকাত দল অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে হামলা চালিয়ে গার্ড ও ডিউটিরত আনসার সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি করে। এসময় প্রায় তিন কোটি চৌত্রিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।