মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে রাসেল ভাইপার আতঙ্ক, সাপের ছবি ফেসবুকে পোস্ট!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৭, ২১ জুন ২০২৪

সোনারগাঁয়ে রাসেল ভাইপার আতঙ্ক, সাপের ছবি ফেসবুকে পোস্ট!

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে সতর্কতা পোস্ট দিয়েছেন অনেকে। সোনারগাঁ ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ গুলোতে এ ধরনের পোস্ট দেখা গেলেও এখন পর্যন্ত এটি পাওয়া গেছে বলে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২১ জুন) সকাল থেকে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এ একটি রাসেল ভাইপার সাপ পাওয়া যাওয়ার ছবি দিয়ে বলা হয় এটি পাওয়া গেছে কাঁচপুরে। তবে মন্তব্যের ঘরে অনেকেই বলছেন, এটি ১ মাস আগের ঘটনা। মাসখানেক আগে এটি পাওয়া গিয়েছিল।

এরকম একাধিক পোস্ট দেখে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বললে তারা জানান, এরকম ঘটনা ফেসবুকেই তারা দেখেছেন। 
এদিকে এ ধরনের সাপ পাওয়া যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।