বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাঁচপুরে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১১, ১৫ নভেম্বর ২০২৪

কাঁচপুরে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনায় মামলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকায় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপ লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশ কোম্পানির সোনারগাঁ জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সোনারগাঁ থানায়  দায়ের করা মামলায় ৯ জনের নাম উল্লেখসহ  অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামী করা হয়। এর আগে সোমবার রাতে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার সময় ৭ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়। তাকে ঢাকা জাতীয় বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। 
পুুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অবৈধ ভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি চক্র গত সোমবার কাঁচপুর ইউনিয়নের  সোনাপুর এলাকায় লাভলী সিনেমা হলের সামনে মাটি খুড়ে মধ্যরাতে তিতাস গ্যাসের পাইপ লাইন  থেকে ১৪-১৫ জন ব্যাক্তি অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কাজ করে। এসময় আকষ্মিক ভয়াবহ বিস্ফোরণে ৭ জন শ্রমিক দগ্ধ হয়। দগ্ধরা হলেন-  মো.জয় হোসেন (২০), মো. সুলতান মিয়া (২৩), মো. মিজানুর রহমান মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), রিপন মিয়া (৩৮), মো. শাহজালাল (৪৫) ও  মোঃ রাজু  মিয়া (২৪)। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ জোনের বিপনন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, বর্তমানে সরকারীভাবে আবাসিক বৈধ কোন গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। একটি চক্র সোমবার মধ্য রাতে কাঁচপুর সোনাপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার চেষ্টা করছিল। 

এসময় ভয়াবহ বিষ্ফোরণের ঘটনায় সরকারী সম্পদ বিনষ্ট ও ব্যাপক ক্ষতি সাধনসহ অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কাজে নিয়োজিত ৭ জন শ্রমিক দগ্ধ হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানির পক্ষ  থেকে সরকারী সম্পদ বিনষ্ট করার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে।