বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির ভবনে অগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:০৯, ১৮ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির ভবনে অগুন নিয়ন্ত্রণে 

টিস্যু পেপার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে লাহা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ৫ টায় উপজেলার মেঘনা গ্রুপের ভেতর টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে সাড়ে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বাংলানিউজকে জানান, সকাল সোয়া ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫ টার মধ্যে আমরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পৌনে ১০ টাত আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং এর কাজ চলছে। 

তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনি বলা যাবেনা। আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে তদন্ত করে বাকি তথ্য জানাতে পারবো। 

জানা যায়, সকালে ফ্রেশ টিস্যু পেপার এর গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।