শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবলীগ নেতার লাশ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৫, ৪ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবলীগ নেতার লাশ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৫দিন পর হাত পা বাধাঁ অবস্থায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো মোবারক হোসেন নামের এক যুবলীগ নেতার লাশ। 

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় লাশটি ভেসে উঠে। এর আগে গত শনিবার তিনি নিখোঁজ হন। পর দিনে তার ভাতিজা শরিফ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। 

নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য। পেশায় একজন রাজমিন্ত্রী।  লাশ ভেসে উঠার খবর পেয়ে বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার তৎপরতার চালাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক মাহবুবুর রহমান। 

নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোবারক হোসেন গত শনিবার বিকেলে ঘুরার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে সন্ধান করে পাননি। পরদিন রোববার তিনি সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশের খবর দেয়। লাশ ভেসে উঠার খবর পেয়ে তারা মোবারক হোসেনের লাশ সনাক্ত করে। 

বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়েছি। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।