ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্যাবসায়ী আলী মোল্লা'র পুত্র এবং তার বন্ধুর কাছ থেকে মার্কেট থেকে ফেরার পথে কাঁচপুরে নগদ তিন লক্ষ টাকা সহ মোবাইল ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সোনারগা থানার কালিয়াভিটা গ্রামের ব্যাবসায়ী আলী মোল্লা ভূইয়া(৫২)'র পুত্র মোঃ রাকিব (১৯) এবং তার বন্ধু স্বাধীন (১৯) কাঁচপুরস্থ যমুনা ব্যাংক হইতে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উত্তোলন করে। অতঃপর কাঁচপুর মার্কেট থেকে কেনাকাটা করে ফেরার পথে রাত ৮ ঘটিকায় সোনারগাঁ থানাধীন কাঁচপুর সাকিনস্থ মসজিদ মার্কেট এর সামনে রাস্তার উপর পৌছাইলে ছিনতাইকারী মোঃ নাদিম (২০) পিতা- মফিজুল মিয়া, সাং বেহাকৈর পূর্বপাড়া, সামির (২০) পিতা- অজ্ঞাত,সাং কাঁচপুর, ফকিরবাড়ী, সাব্বির (২০), পিতা- মহসিন, সাং গঙ্গাপুর, সাদিপুর, সর্ব থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ-গণ তাহাদের হাতে ধারালো চাপাতি, সুইস গিয়ার চাকু, ছোরা নিয়া মোঃ রাকিব এবং তার বন্ধুর পথরোধ করতঃ ছিনতাইকারী'রা অতর্কিত ভাবে এলোপাথাড়ী ভাবে রাকিব'কে কোপাইয়া ও ঘাই মারিয়া মাথায় ও পিঠে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। তখন তার পরিহিত জ্যাকেটের ভিতরে থাকা ৩,০০,০০০/- (তিনলক্ষ) টাকা ছিনতাইকারী নাদিম ছিনাইয়া নিয়ে যায় এবং ছিনতাইকারী সামির তার সাথে থাকা জামা-কাপড় ও জুতা, যাহার মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ছিনতাইকারী সাব্বির তার সাথে থাকা একটি মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ৪৮,০০০/- টাকা নিয়া যায়। তখন রাকিব এর বন্ধু স্বাধীন তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করিলে ছিনতাইকারীরা তাকেও মারধর করিয়া তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। রাকিব এবং তার বন্ধুর ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিলে এবং এই বিষয়ে থানা পুলিশকে জানাইলে ছিনতাইকারীরা তাদেরকে খুন জখম করিবে মর্মে হুমকি প্রদান করিয়া দ্রুত সেখান থেকে পালাইয়া যায়।
পরে রাকিব এবং স্বাধীন কে উপস্থিত লোকজন এর সহায়তায় উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ, নারায়ণঞ্জ নিয়া চিকিৎসার ব্যবস্থা করে। ঐ সময় ব্যাবসায়ী আলী মোল্লা ভূইয়া সংবাদ পাইয়া দ্রুত হাসপাতালে যায় এবং তার ছেলেকে হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন দেখতে পায়।
ব্যাবসায়ী আলী মোল্লা ভূইয়া বলেন, আমার ছেলে এবং তার বন্ধুর নিকট ঘটনার বিস্তারিত শুনিয়া এবং উপরোক্ত ঘটনার বিষয়ে আমার পরিবারের সাথে আলাপ আলোচনা করিয়া শুক্রবার (১৩ ডিসেম্বর) সোনারগাঁ থানায় উপস্থিত হইয়া একটি লিখিত অভিযোগ করি এবং আমি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত পূর্বক ছিনতাইকারী'দের বিচার চাই।