প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশ থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. মোবারক হোসেন (২১)। সে খাগড়াছড়ির জেলার খাগড়াছড়ি সদর থানার মনির আলমের ছেলে।
ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছিলাম যাত্রীর ছদ্মবেশে একটি গ্রুপ মাদক নিয়ে নারায়ণগঞ্জে ঢুকছে। এমন খবরে গতকাল রাতে মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন দূরপাল্লার বাস তল্লাশি করা হয়। সেসময় উক্ত মাদক কারবারি একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে গাঁজাবহন করে যাত্রী ছাউনির সামনে পৌঁছালে তাকে তল্লাশি করে ব্যাগে থাকা কালো এবং নিল রঙের দুটি পোটলায় ১০ কেজি গাঁজা পাওয়া যায়। আজ দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।