মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বাস উল্টে যাত্রীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বাস উল্টে যাত্রীর মৃত্যু 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় মহাসড়কের চৈতী গার্মেন্টস সংলগ্ন মল্লিকাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ভিকটিমের পরিচয় জানা সম্ভব না হলেও বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা কাঁচপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, চট্টগ্রামগামী লেনের সোনারগাঁয়ের মল্লিকাপাড়া এলাকায় একটি এ্যাম্বুলেন্সের পেছনে দ্রুত গতির জৌনপুর পরিবহনের চট্টগ্রাম মেট্রো ১১-০৫-১২ সিরিয়ালের একটি বাস ধাক্কা দেয়। এ্যাম্বুলেন্সে ধাক্কা দেওয়া বাসটি কন্ট্রোল হারিয়ে উল্টে গিয়ে একজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ভিকটিমের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। চেষ্টা চলছে। 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, একটি যাত্রীবাহী বাস উল্টে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। আমাদের টিম মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।