মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা ও র‌্যালী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৭, ২৬ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা ও র‌্যালী

ফাইল ছবি

জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদক সেবন না করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি, এ  ¯েøাগানকে সামনে রেখে সোনারগাঁয়ের মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে আমিনপুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি আমিনপুর মাঠ থেকে শুরু হয়ে সোনারগাঁ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। 

রেনেসাঁ ফাউন্ডেশনের সভাপতি মো.মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসেন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক পিপিএম, নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের কমিউনিটি পুলিশিংয়ে সভাপতি ও সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, রেনেসাঁ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান। সভায় বক্তব্য রাখেন, টুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলা টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ পিপিএম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল ইসলাম খাঁন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ। এসময় বিভিন্ন  সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।