মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বায়ু দূষণের অভিযোগে তিন স্টীল মিলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৪, ৯ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে বায়ু দূষণের অভিযোগে তিন স্টীল মিলকে জরিমানা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বায়ু দূষণের অভিযোগে তিন স্টীল মিলকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের তিনটি স্টিল মিলে বিশেষ অভিযান পরিচালনা করে আইন লঙ্ঘনের অভিযোগে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে। 

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপ-পরিচালক এ.এইচ.এম. রাসেদ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজওয়ান-উল-ইসলাম জানান, সোনারগাঁয়ের তিনটি স্টীল মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুনতাহা স্টিল মিলস লিমিটেডকে দুই লাখ, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলসকে এক লাখ ও কাঁচপুর রহিম স্টিল মিলস লিমিটেড ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।