শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁওয়ে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় গতকাল শনিবার সকালে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ পিক-আপ ভ্যানে বহন করা  ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জব্দ করে মাদক বহন করা পিকআপ ভ্যানটিকে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় নিয়মিত মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে গতকাল শনিবার সকালে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় পুলিশ কুমিল্লা থেকে ঢাকা গামী একটি নীল রংয়ের পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন ১৩-২২৮১) তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার তিতলপিঠা এলাকার মোঃ হারুন মিয়ার ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৬) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচ কামতাল এলাকার মনির হোসেনের ছেলে জাকির হোসেন ওরফে আল আমিন (২৫)।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।