শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় এক অজ্ঞাত নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) কাঁচপুর হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি ছিন্নভিন্ন হয়ে ছিল এবং লম্বা চুল দেখে তা নারীর বলে ধারণা করলেও নিহতের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, আমরা একটা মরাদেহ উদ্ধার করেছি। এটি পুরানো মনে হচ্ছে এবং ছিন্নভিন্ন হয়ে আছে। লম্বা চুল দেখে বোঝা যাচ্ছে এটি একটি নারীর লাশ। স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী, সেখানে একজন বয়ষ্ক পাগলের মত নারী ঘুরে বেড়াতো। তার লাশ বলে ধারণা স্থানীয়দের। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।