মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৭, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৫৭, ১৮ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুরের অভিযোগ

প্রতীকী ছবি

সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুরের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জাইদেরগাঁও গ্রামে এসএম জামালউদ্দিন নামের এক ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

সোমবার রাতে ২০-২৫জনের দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ব্যবসায়ী এসএম জামালউদ্দিন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে ব্যবসায়ী এসএম জামালউদ্দিন জানান, মধ্যপাচ্যসহ বিভিন্ন দেশে তার উৎপাদিত সবজি রপ্তানি করে থাকেন। উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামে তার ৮শতাংশ জমির ওপর বাড়ি রয়েছে। সেখানে দুটি ঘর নির্মাণ করে ভাড়াটিয়াদের ভাড়া প্রদান করেন। একটি ঘরে ভাড়াটিয়া না থাকায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা হানা দেয়। ওই সময়ে দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। 

তিনি আরো জানান, জমি সংক্রান্ত বিরোধে একটি কোম্পানির মালিক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করা হয়। তবে তিনি তার ক্ষতির আশংঙ্কায় ওই কোম্পানির নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।