
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম।
ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেনের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।
২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলমের স্বাক্ষরিত চিঠিতে বদলির আদেশ দেওয়া হলেও ওই বদলির আদেশ নানা কৌশলে বাতিল করেন ওসি মোহাম্মদ আব্দুল বারী। মোহাম্মদ আব্দুল বারী গত ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানার ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে নিজেকে বিএনপির লোক দাবি করে মামলা বাণিজ্য ও গ্রেপ্তার বাণিজ্যে অতিষ্ঠ করে তোলে রাজনৈতিক ব্যক্তিসহ সাধারণ মানুষকে। থানায় ভূক্তভোগীদের সঙ্গে তার অসদ আচরণের অভিযোগ উঠে। এছাড়াও তার গোপন কক্ষে লেনদেনের ব্যাপক অভিযোগ রয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ হেডকোয়াটার্সে একাধিক অভিযোগ করেন ভূক্তভোগীরা। এ ছাড়া ওসির দায়িত্ব পালনের সময় এ থানার অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতি, হত্যাসহ বিভিন্ন ঘটনা ঘটে চলছে। এ ঘটনায় তাকে বদলি করা হয়েছিল বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছেন।