মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করলেন চীনের ভাইস মিনিস্টার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৮, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ১১:৩৯, ১৯ মার্চ ২০২৫

ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করলেন চীনের ভাইস মিনিস্টার

ফাইল ছবি

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের প্রধান লি ছুন। ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোববার এই পর্যটন স্থান ঘুরে দেখেন তিনি।

পানাম সিটি পরিদর্শনকালে চীনা প্রতিনিধিদল পানাম সিটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণে যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ ও উন্নয়নে চীনের ভূমিকা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

চীনের ভাইস মিনিস্টার লি ছুন বলেন , বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। চীন-বাংলাদেশ যৌথ প্রচেষ্টায় এসব ঐতিহ্য সংরক্ষিত হলে তা বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে উঠবে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, কাঁচপুর সার্কেলের সেগুফতা মেহনাজসহ প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পানাম সিটির সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে চীনের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করবে। সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সংরক্ষণে বিশেষ পদক্ষেপ নিচ্ছে। চীনের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।