মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁ থানায় নতুন ওসি মফিজ উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪১, ২০ মার্চ ২০২৫

সোনারগাঁ থানায় নতুন ওসি মফিজ উদ্দিন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মফিজ উদ্দিন। বুধবার (১৯ মার্চ) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ওসি আ. বারি ক্লোজড হয়ে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্ত হলে তার স্থলাভিষিক্ত হন মফিজ উদ্দিন।

এর আগে, মফিজ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার অপরাধ শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তাকে সোনারগাঁ থানায় বদলি করা হয়।

মফিজ উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ পুলিশের নিরস্ত্র শাখায় যোগ দেন। তিনি ভোলা জেলার বাসিন্দা এবং পেশাদারিত্ব ও দক্ষতার জন্য পরিচিত।

যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ওসি মফিজ উদ্দিন বলেন,
“সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। সকলের সহযোগিতায় সোনারগাঁকে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়েছেন এবং সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার আশাবাদ ব্যক্ত করেছেন।