
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শশুর বাড়ির লোকজন বর্ষা আক্তার মিম (১৯) নামে এক গৃহবধুকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্ষা আক্তার মিম উপজেলার বরাবো খিদিরপুর গ্রামের কবির ভূইয়ার মেয়ে।
এ ঘটনায় বর্ষা আক্তার মিম বৃহস্পতিবার বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
বর্ষা আক্তার মিম জানান, ২০২৪ সালের ৭জুন তার সঙ্গে রাজধানীর ডেমরার রসুলনগর এলাকার মিজানুর রহমানের ছেলে আবিদুর রহমান জয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় তার বাবা আদিুর রহমান জয়কে নগদ ৫ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকার আসবাবপত্র প্রদান করেন। গত কয়েকমাস ধরে আবিদুর রহমান জয় ও তার মা বদরুন নেছা বীনা ও ছোট ভাই আবিদুর রহমান দূর্জয় মিলে বর্ষা আক্তার মিমকে তার বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা এনে দিতে চাপ দেন। গত ১০এপ্রিল বর্ষা আক্তার মিমকে স্বামী আবিদুর রহমান জয় ও তার শাশুরি ও দেবর মিলে পুনরায় তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বললে বর্ষা অস্বীকৃতি জানায়। এসময় ক্ষিপ্ত হয়ে স্বামী ও শশুর বাড়ির লোকজন বর্ষার ওপর শারিরীক ও মানুষিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় বর্ষা আদালতে মামলা দায়ের করে।
অভিযুক্ত আবিদুর রহমান জয়কে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিলেও সাড়া পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।