বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৪, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:১৬, ৮ জানুয়ারি ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব 

‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’

অনলাইন-ভিত্তিক পত্রিকা ‘দ্য ফ্রন্ট পেজ’-এর অফিশিয়াল ফেইসবুক পেইজে মুক্তি পাচ্ছে জুলাই বিপ্লবের অসাধারণ গল্প নিয়ে নির্মিত একটি আট পর্বের ডকুমেন্টরি ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’, যার প্রথম পর্ব সম্প্রতি পেইজে আপলোড দেওয়া হয়েছে (প্রথম পর্বটি দেখার জন্য ক্লিক করুন)

এই ডকুমেন্টরি নির্মাণে সহায়তা করেছে বেল্টওয়ে গ্রিড ও এর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর মাইকো। এতে আধুনিক বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট ও গুরুত্বপূর্ণ মুহূর্তসমূহ তুলে ধরা হয়েছে। 

ডকুমেন্টরিতে দেখানো হয়েছে, ২০২৪ সালে দেশের ছাত্র-সমাজ কীভাবে ১৫ বছরের দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ক্রমবর্ধমান বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত একটি তরুন-নেতৃত্বাধীন বিপ্লবে রূপ নেয় এবং প্রথাগত ক্ষমতার কাঠামো ভেঙে দেয়। ডকুমেন্টরিতে বিশেষ সাক্ষাৎকার, বিভিন্ন এক্সক্লুসিভ/ আন-রিলিজড ফুটেজ এবং হৃদয়স্পর্শী বর্ণনার মাধ্যমে জুলাই-আগস্ট মাসের জানা-অজানা বাস্তবচিত্রগুলো তুলে ধরা হয়েছে।  

এই আট পর্বের ডকুমেন্টরি সিরিজে পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনাপ্রবাহকে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে, যেখানে সহিংস দমন-পীড়ন এবং গোলাগুলির মধ্যেও তরুণদের সাহসিকতা ও সংগ্রাম দেখা গেছে। এতে কোটা আন্দোলন, তরুনদের দৃঢ়তা, এবং ন্যায়বিচারের জন্য তাদের লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে। 

এই আন্দোলনের আন্তর্জাতিক নানা প্রভাব রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এ আন্দোলনের তথ্যচিত্র ছড়িয়ে পড়ে। ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’-এ আন্দোলনের সামনে ও পেছনের জানা-অজানা মূহুর্তগুলো এবং আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিতের প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে। 

এই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের ডোকুমেন্টরিতে ফিচার করা হয়েছে, এবং তারা আন্দোলনের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সিরিজটি বৈশ্বিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে আন্দোলনের প্রভাব এবং এর দীর্ঘমেয়াদী গুরুত্ব বিশ্লেষণ করেছে।

‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ ডকুমেন্টরিটি বাস্তব ঘটনার জন্য সবার মাঝে ব্যপক আগ্রহ সৃষ্টি করেছে। মাইকো’র সহায়তায় ইন্টারন্যাশনালি রিলিজ হলে এটি বিশ্বব্যাপি আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।