রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিশ্বকাপে গোল করে শৈশবের স্বপ্ন পূরণ এঞ্জোর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৯, ২৭ নভেম্বর ২০২২

বিশ্বকাপে গোল করে শৈশবের স্বপ্ন পূরণ এঞ্জোর

এঞ্জো ফের্নান্দেস

আর্জেন্টিনা যখন গোল খরায় ভূগছিল, তখনই ত্রাতা হিসেবে আবিস্কৃত হলেন লিওনেল মেসি। দারুণ এক গোল করে খেলার মুহূর্ত পাল্টে দিলেন তিনি।

এরপর বাজিমাত করলেন এই বিশ্বকাপে অভিষেক হওয়া এঞ্জো ফের্নান্দেস। বদলি হিসেবে নেমে আলবেসিলেস্তেদের জয় নিশ্চিত করলেন তিনি।

মেসির পাস থেকে ৮৭তম মিনিটে দেওয়া সেই অসাধারণ গোলে কীর্তিও গড়লেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। মেসির পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আর্জেন্টিনার জার্সিতে গোল করার রেকর্ড এখন বেনফিকার এই তারকার। যেটির জন্য দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন তিনি। আজ সেটিই পূরণ করলেন বিশ্বকাপের মঞ্চে।  

ম্যাচশেষে এঞ্জো জানান, ‘আমি সবসময় এই জার্সি পরে খেলার স্বপ্ন দেখতাম। আজ বিশ্বকাপে গোল করে আমার আরও একটি স্বপ্ন পূরণ হলো। ’

এঞ্জোর সেই গোলেই পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয় আর্জেন্টিনার। বেঁচে থাকে শেষ ষোলোতে যাওয়ার আশাও। পরবর্তী ম্যাচ জিতলেই নকআউট পর্ব কোয়ালিফাই করবে তারা।