জাতীয় ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিপিএসসি)র নতুন প্রধান উপদেষ্টা হয়েছেন এম এ রশীদ
জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বেডেন পাওয়েল স্পোর্টস ক্লাব (বিপিএসসি)র নতুন প্রধান উপদেষ্টা বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ।
২১ ডিসেম্বর ( সোমবার ) দুপুরে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে বেডেন পাওয়েল স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম আখতার হোসেন ও সাধারণ সম্পাদক রণজিৎ পালের যৌথ বৈঠকে বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ এই সম্মতি জ্ঞাপন করেন।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আহাম্মদ চৌধুরী এবং বন্দর থানা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাজাহান মোল্লা।
এম এ রশীদ বর্তমানে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ঐতিহ্য বাহী ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন এই বীর মুক্তিযোদ্ধা।
১৯৯০ সালের ২১ শে ফেব্রুয়ারি বেডেন পাওয়েল স্পোর্টস ক্লাব যাত্রা শুরু করে। ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজের তৎকালীন বয় স্কাউট লিডার এম আখতার হোসেন এর নেতৃত্বে বিশ্ব স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন লর্ড বেডেন পাওয়েল স্মিত অব গীলউলের স্মৃতিকে দেশের ও বিদেশের সর্বত্র ক্রীড়াঙ্গনে সমুজ্জল রাখার প্রত্যয় নিয়ে একঝাক স্কাউটার বেডেন পাওয়েল স্পোর্টস ক্লাব ( বিপিএসসি ) প্রতিষ্ঠা করেন। ক্লাবটি সেই বছরই বন্দর উপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করে চ্যাম্পিয়ন শিপ শিরোপা অর্জন করে। এরপর থেকে দেশের ক্রীড়াঙ্গনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ক্লাবটি।
নারায়ণগঞ্জ পোস্ট