রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেশে ফিরলেন সাকিব-মোস্তাফিজ, থাকবেন ১৪ দিনের কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৯, ৬ মে ২০২১

আপডেট: ২১:৩৫, ২০ জানুয়ারি ২০২২

দেশে ফিরলেন সাকিব-মোস্তাফিজ, থাকবেন ১৪ দিনের কোয়ারেন্টিনে

করোনা মহামারির কারণে আইপিএলের চলতি আসর স্থগিত হয়ে হয়ে গেছে। তাই ভারত থেকে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এখন তাদের দুজনকেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

বৃহস্পতিবার (০৬ মে) ভারত থেকে দেশে ফেরেন তারা। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ার পর থেকে সাকিব-মুস্তাফিজের দেশে ফেরার বিষয়টি আলোচনায় ছিল। আইপিএলে আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও একসঙ্গেই আজ দেশে ফিরেছেন সাকিব ও মোস্তাফিজ।

দেশে ফিরলেও দুজনকেই থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন পর্ব শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতে।  

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২৩ মে থেকে। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। দিবারাত্রির সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নারায়ণগঞ্জ পোস্ট