বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় হবে মিনি স্টেডিয়াম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় হবে মিনি স্টেডিয়াম

সংসদ

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসাবে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-১ম পর্যায়’ প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হয়েছে।

রোববার জাতীয় সংসদে জান্নাত আরা হেনরীর প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।  

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা : জান্নাত আরা হেনরীর প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসাবে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-১ম পর্যায়’ প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হয়েছে।