মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্ট প্রিমিয়ার লিগ সিজন-১ এর শুভ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৮, ৫ ডিসেম্বর ২০২৪

আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্ট প্রিমিয়ার লিগ সিজন-১ এর শুভ উদ্বোধন

আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্ট প্রিমিয়ার লিগ সিজন ১ এর ট্রফি ও সকল দলের জার্সি লোগো উন্মোচন

আদর্শ স্কুল নারায়ণগঞ্জ স্পোর্টস কমিউনিটি এর উদ্যোগে আয়োজিত আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্ট প্রিমিয়ার লিগ সিজন ১ এর ট্রফি ও সকল দলের জার্সি লোগো উন্মোচিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন স্কাই কিচেন রেস্টুরেেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এ জার্সি ও লোগো উন্মোচন করা হয়। 

টুর্নামেন্ট কমিটির সদস্য ২০০৮ ব্যাচের ইয়াসির সুলতান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কমিটির সভাপতি ১৯৯৬ ব্যাচের আরশাদুল হক।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমান সহকারি অধ্যক্ষ জনাব মাঈনুদ্দীন আহমেদ, ম্যানেজিং কামিটির বর্তমান সভাপতি শামসুল হক ও সাবেক সভাপতি শহীদ বাঙালি এবং আদর্শ স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন  আদর্শ স্কুল স্পোর্টস কমিউনিটি এর সম্মানিত উপদেষ্টা ১৯৯০ ব্যাচের মাকসুদুল আলম খোরশেদ এবং ১৯৯৪ ব্যাচের ডা.গাজী সালাউদ্দীন।টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ হচ্ছে- প্রত্যাবর্তন ৯৪, এভারগ্রীন ৯৫, ওয়ারিয়র ৯৬, ৯৯ স্কুল স্ট্রাইকার্স, স্পার্ক ঠান্ডারবোল্টস ২০০০, আদর্শ স্কুল ২০০১,  ০৩ আদর্শ স্কুল, লায়ন্স -০৭, ঠান্ডার স্ট্রাইকার্স ০৮, টাইটান্স ২০১০, টুয়েলভ, স্পারটাস অফ ১৫, ১৬ আনা, ফিউরিয়াস ১৮, অন্যরকম-২১।

উপস্থিত অতিথিরা আয়োজনকে সাধুবাদ জানিয়ে তারা ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ও সার্বিক সহযোগিতা করার ইচ্ছা পেষণ করেন। অংশগ্রহণকারী সকল দলের প্রতিনিধিগণ এই টুর্নামেন্টের প্রতিটি খেলাকে সুশৃংখল আনন্দপূর্ন উপভোগ্য করার প্রত্যয় ব্যক্ত করেন। টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ২০০১ ব্যাচের জাহিদুল হাসান জিতুর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়। উক্ত টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা সমূহ শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠে অনুষ্ঠিত হবে।