শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আদর্শ স্কুল নারায়ণগঞ্জ প্রিমিয়ার লিগ টি-১০ টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৫, ৭ ডিসেম্বর ২০২৪

আদর্শ স্কুল নারায়ণগঞ্জ প্রিমিয়ার লিগ টি-১০ টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আদর্শ স্কুলের উদ্যোগে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম দিনে অনুষ্ঠিত পাঁচটি ম্যাচে অংশগ্রহণকারী ব্যাচগুলো তাদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন জয় করেছে। জমকালো আয়োজনে উদ্বোধনী দিনটি রোমাঞ্চে ভরপুর ছিল।

প্রথম ম্যাচে ব্যাচ ১৯৯৪ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১০ ওভারে তারা ৫৬ রান করে ৮ উইকেট হারায়। জবাবে ব্যাচ ১৯৯৯ মাত্র ৪.১ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ন্যান্সি তার ২ উইকেটের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

দ্বিতীয় ম্যাচে ব্যাচ ২০০৮ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাচ ২০১০ প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১১৬ রান সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে। জবাবে ব্যাচ ২০০৮ তাদের ১০ ওভারে ৯৯ রান করতে সক্ষম হয়। ব্যাচ ২০১০-এর আকাশ তার ৬০ রানের অসাধারণ ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

তৃতীয় ম্যাচে ব্যাচ ২০১৬ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ১০ ওভারে ৮৮ রান করে ৬ উইকেট হারায়। জবাবে ব্যাচ ২০১৫ ১০ ওভারে ৭৫ রান করে ৮ উইকেট হারিয়ে পরাজিত হয়। ব্যাচ ২০১৬-এর শাফিন তার ৫১ রানের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন।

চতুর্থ ম্যাচে ব্যাচ ২০০৩ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাচ ২০০০ প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১১৬ রান করে ৩ উইকেট হারায়। ব্যাচ ২০০৩ এর ব্যাটসম্যানরা ১০ ওভারে ১২২ রান তুলে ৪ উইকেট হারিয়ে জয়লাভ করে। হাসান তার গুরুত্বপূর্ণ ৩৩ রানের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

পঞ্চম এবং দিনের শেষ ম্যাচে ব্যাচ ২০১৩ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাচ ২০১২ প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১২৫ রান করে ৭ উইকেট হারায়। জবাবে ব্যাচ ২০১৩ মাত্র ৮ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। রাফসান তার ৭০ রান এবং ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন।

টুর্নামেন্টের সুষ্ঠু পরিচালনার জন্য গঠিত কমিটির উপদেষ্টা হিসেবে আছেন গাজী সালাউদ্দিন ও খোরশেদ আলম। সভাপতি আরশাদুল হক এবং সাধারণ সম্পাদক জাহিদুল হাসান জিতুর নেতৃত্বে একটি দক্ষ টুর্নামেন্ট অপারেশন কমিটি কাজ করছে। সদস্যদের মধ্যে আছেন আশরাফুজ্জামান হীরা, হাসনাত অপু, নিয়ামুল কফি ইভান, ইয়াসির সুলতান, আলিফ রহমান রিদয়, সাহেদ শুভ এবং এরতেজা ইথার। মিডিয়া দায়িত্বে রয়েছেন আবু সায়েম।

প্রথম দিনের জমজমাট খেলাগুলো টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়িয়েছে। ক্রিকেটপ্রেমীরা প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের অসাধারণ দক্ষতা উপভোগ করেছেন। টুর্নামেন্টের পরবর্তী দিনগুলোতেও উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।