বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফ্রাঞ্চাইজ ফুটবলে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৩, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:২৪, ৩০ ডিসেম্বর ২০২৪

ফ্রাঞ্চাইজ ফুটবলে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস

নারায়ণগঞ্জ গ্লাডিয়েটরস

ঢাকার ফ্রাঞ্চাইজ ফুটবল টুর্নামেন্টে সারা দেশের ১৩টি দলের মধ্যে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস ফুটবল দল। নারায়ণগঞ্জ গ্লাডিয়েটরস দলটি নারায়ণগঞ্জ এস এস সি ৯৮ ব্যাচের মনোনীত স্পোর্টস টিম।  

শুক্রবার (২৮ ডিসেম্বর) ঢাকার এথলেটিক হাব মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচে তারা ১-০ গোলে ফ্যালকনস দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন তারেক।

নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস দলের অধিনায়ক ও গোলরক্ষক মাসুদ আহমেদ উজ্জ্বল,  যিনি জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক গোলকিপিং কোচ।  দলের অন্যান্য খেলোয়াড় হচ্ছেন মলয় বর্মন, স্বপন, আবদুর রহমান, মোজাম্মেল প্রমুখ।  

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন মাসুদ আহমেদ উজ্জ্বল,  সেরা খেলোয়াড় নির্বাচিত হন গ্ল্যাডিয়েটরস দলের স্বপন আর সর্বোচ্চ গোলদাতা হন গ্ল্যাডিয়েটরস দলের তারেক। খেলা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়।  

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৯৮ এর এডমিন এম কে হাসান বিপু, ম্যানেজার লিংকন আদিব, কোচ মাহামুদুর রহমান স্বপন, রতন হোসেন, মেজবাউল হক মারুফ, জাকারিয়া জালাল সহ অন্যান্যরা।